দেশ

করোনায় ভারতের সপ্তম মৃত্যু বিহারে, দুদিন আগে ফিরেছিলেন কলকাতা থেকে

করোনা এদিকে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৩২৪ হয়ে গিয়েছে। রবিবার সকালে ভারতে ঘটনায় মৃতের সংখ্যা হয়েছে ৬। ফের মুম্বাইয়ে দেশের ষষ্ঠ প্রাণ কেড়েছে কোবিড-১৯। এবার করোনায় ফের মৃত্যু হল ভারতে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল করোনা আক্রান্তে সপ্তম মৃত হলেন এক যুবক। তিনি বিহারের বাসিন্দা। গতকাল রাতে পাটনার এইমস হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে। বছর ৩৮ এর ওই যুবক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল দুদিন আগেই তিনি কলকাতা থেকে ফিরেছিলেন। এই ঘটনায় নতুন করে কলকাতা জুড়ে আতঙ্ক ছড়াতে চলেছে। তবে সরকার বারবার পরামর্শ দিচ্ছে মানুষকে গৃহবন্দি থাকার জন্য।

স্বাস্থ্য দপ্তরের সমস্ত পরামর্শ মেনে চলার জন্য সকলকে আবেদন জানানো হচ্ছে। অযথা আতঙ্কিত না হওয়ার জন্য বারবার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি করোনা নিয়ে গুজব না ছড়ানোর জন্য বলা হচ্ছে। তবুও মানুষ সচেতন হচ্ছে না। এভাবে চলতে থাকলে করোনা ভাইরাস সংক্রমণ দেশে আরো বাড়তে পারে। করণা আক্রান্ত হয়ে সপ্তম মৃত্যুতে উদ্বেগ আরও বাড়ছে।

Loading

Leave a Reply