দেশ

করোনায় ভারতে একইদিনে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭

রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭। এবার মৃত্যু হল সুরাতে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল করোনা আক্রান্ত হয়ে একইদিনে তিনজনের মৃত্যু হল।তিনি সুরাতের বাসিন্দা। চারদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতে পাটনার এইমস হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। বছর ৩৮ এর ওই যুবক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।

এর জেরে ক্রমশ আতঙ্কিত হয়ে পড়ছেন দেশের মানুষ। এবার কলকাতা ছাড়াও দেশের করোনা আক্রান্ত ৭৫ টি জেলাকে লক ডাউন করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রের সুপারিশ মেনে কলকাতা সহ রাজ্যের সব পুরসভা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়তে থাকায় আজ থেকে ৩১ মার্চ অবধি লকডাউন ঘোষণা করছে রাজস্থান সরকার। গুজরাতেও ২৫ মার্চ অবধি লকডাউন থাকবে সুরাট, আহমেদাবাদ, ভদোদরা ও শহর। অন্যদিকে আগামী ২৩ মার্চ থেকে পুদুচেরিতে জারি হবে ১৪৪ ধারা। এছাড়া বাণিজ্য নগরী মুম্বই ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হল।

৩১ মার্চ অবধি রাজ্যস্থানে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি হবে না। কাঁচা আনাজ, দুধ ও ওষুধের দোকান খোলাই থাকবে। গুজরাটের সব শহরে না হলেও রাজকোট, আহমেদাবাদ, সুরাট ও ভদোদরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে  চার হয়েছে। এবার কলকাতা লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।

Loading

Leave a Reply