জেলা

করোনায় মৃত্যু শুনে বাড়িতে হাজির ডোম, টিভিতে চোখ রেখে চায়ে চুমুক ‘মৃতে’র

ঠিক যেমন যমালয়ে জীবন্ত মানুষ এর চিত্রনাট্য। ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত যমালয়ে জীবন্ত মানুষের গল্পের বেশ কিছুটা মিল পাওয়া গেল আসানসোলে। তবে যমদূতের হাত থেকে অল্পের জন্য নিস্তার পেয়েছেন আসানসোলের সৌমেন চট্টোপাধ্যায়। এক্ষেত্রে অবশ্য যমদূতের ভুল নয়, ভুল তার মায়ের। মায়ের কথাতেই ছেলের মৃত্যুর খবর শুনে বাড়িতে হাজির হয়ে যান ডোম। বাড়ির দরজা খুলে দেখেন, যার দেহ নিয়ে যাওয়ার কথা তিনি সোফায় বসে চা পাউরুটি খাচ্ছেন। অনেকে অবশ্য ভূত ভেবে ভিড়মি খেয়ে যান। তবে করোনায় মৃত্যু হওয়া দেহ নিতে এসে এমন অভিজ্ঞতার শিকার হওয়ায় অনেকে হাসি চেপে রাখতে পারেননি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার হয়। জানা যায় যে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।

জানা গিয়েছে, শনিবার দুপুরে আসানসোলের উত্তর থানায় হাজির হয়ে যান ওই বৃদ্ধা। কাঁদতে কাঁদতে বলেন, তাঁর ছেলে করোনায় মারা গিয়েছে। তা শুনে কার্যত আঁতকে ওঠেন পুলিশ কর্মীরা। তারপর বিষয়টি প্রশাসনকে জানানো হয়। আসানসোল সদর মহকুমা শাসক বিষয়টি জানার পর করোনা আক্রান্ত দেহ আনার জন্য যাবতীয় ব্যবস্থা করেন। দু’জন ডোমকে নিয়ে বিশেষ যান রওনা দেয় বাড়ির উদ্দেশে। সামনে পুলিশের গাড়িও এসকট করে নিয়ে যায়। কিন্তু দরজা খুলে দেখা যায় যার মৃত্যুর কথা বলা হয়েছিল তিনি সোফায় বসে চা পাউরুটি খেতে খেতে টিভি দেখছেন। পুলিসকর্মীরা তো চোটে আগুন। তার মায়ের কাণ্ড দেখে তারা কি করবে বুঝে উঠতে পারছিলেন না। কার্যত এপ্রিল ফুল হয়ে এলাকা ছাড়েন তাঁরা।

Loading

Leave a Reply