দীপ ঘোষ: করোনা নামক মহামারী কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে সব মানুষই অসহায়। এখানে নেই কোনও ধনী-গরিবের পার্থক্য। করোনা থাবায় বিপর্যয়ের মুখে বিশ্বের প্রথম সারির দেশগুলিও। সেটা উপলব্ধি করতে পারছেন অনেকেই। করোনা উদ্ভূত এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে দাঁড়াতে প্রশংনীয় উদ্যোগ নিতে দেখা গেল সুইডেনের রাজকুমারী সোফিয়াকে। করোনা আক্রান্তদের দেখভাল করার জন্য রাজপ্রাসাদ ছেড়ে হাসপাতালে কাজ শুরু করলেন রাজকুমারী। তবে তারজন্য তিনি প্রশিক্ষণও নিয়েছেন। ৩৫ বছর বয়সি ওই রাজকুমারী অনলাইনে তিনদিনের একটি প্রশিক্ষণের কোর্স করেছেন। তারপরই সেদেশের স্টকহোমের একটি হাসপাতালে কাজের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি সম্মানিক পদে কাজ করছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাজকুমারী ওই হাসপাতালের স্বাস্থ্য সহায়ক হিসেবে কাজ করছেন। তবে তিনি সরাসরি করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্ষে আসছেন না। তিনি হাসপাতালের চিকিৎসকদের সাহয্য করছেন। তবে, বিপর্যয়ের সময় রাজকুমারীর হাসপাতাল ছেড়ে রাস্তায় নেমে আসায় অনেক রোগীও মনে ভরসা পাবেন। কারণ করোনা লড়াইয়ে জিততে হলে আতঙ্কিত না হওয়ার জন্য বারবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাই এই সময় রাজকুমারী নিজের জীবন বাজি রেখে রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় আক্রান্ত রোগীরাও মনে ভরসা পাবেন। রাজকুমারীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুইডেনবাসী।