বিশ্ব

করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাপিয়ে গেল আমেরিকা

এই মুহূর্তে বিশ্ববাসীর কাছে ক্রমশ ত্রাস হয়ে উঠছে নোভেল করোনা ভাইরাস। সর্বপ্রথম এই মারণ ভাইরাস গ্রাস করেছিল চীনকে। তবে, ধীরে ধীরে চীন করোনার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। নতুন করে চীনের হুয়ান প্রদেশে আক্রান্ত হওয়ার খবর মেলেনি। এদিকে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে চীনকে ছাপিয়ে গেল আমেরিকা। চীন থেকে করোনার আক্রান্ত হওয়ার সূত্রপাত হলেও ধীরে ধীরে অন্য দেশগুলিতে আক্রান্তের সংখ্যা চীনের থেকে বেশি হওয়ার পথে। জানা গেছে, আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৩৭৭ হয়ে গেছে। আমেরিকায় নতুন করে ১৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

আমেরিকায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২৯৫। এদিকে চীনে আক্রান্ত হয়েছিল ৮১ হাজার ৩৪০ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে এখনো পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৫৮৯ জন। বিশ্বের এই উন্নতশীল দেশগুলিতে যেভাবে থাবা বসাচ্ছে এই মারণ ভাইরাস, তাতে বিশ্ববাসীর চিন্তা বাড়াচ্ছে করোনা।

Loading

Leave a Reply