জেলা রাজ্য

করোনা আক্রান্ত মহিলা জন্ম দিলেন এক ফুটফুটে পুত্রসন্ত্রান

মারণ ভাইরাস করোনা আক্রান্ত এক মহিলা জন্ম দিলেন সুস্থ শিশুপুত্রের। সোমবার গভীর রাতে হাওড়ার একটি হাসপাতালে জন্ম হয় ওই সদ্যোজাতের। হাসপাতাল সূত্রে খবর, সুস্থ রয়েছেন মা ও শিশু।


জানা গিয়েছে, করোনার একাধিক উপসর্গ নিয়ে চলতি মাসের ১৩ তারিখ হাওড়ার হাসপাতালে ভরতি হন ওই বধূ। সন্দেহ হওয়ায় তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট মিলতেই জানা যায়, করোনা আক্রান্ত ওই মহিলা। শুরু হয় চিকিৎসা। কিন্তু এই রোগীকে নিয়ে চিকিৎসকদের দুশ্চিন্তা কয়েকগুণ বেশি ছিল, কারণ অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা। এরই মধ্যে ২০ এপ্রিল রাতে প্রসব যন্ত্রণা ওঠে বধূর। রাতেই একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।



হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন। শিশুটা করোনা মুক্ত। এই খবরেই খুশির জোয়ারে ভাসছে পরিবার। উচ্ছ্বসিত হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।


Loading

Leave a Reply