জেলা

করোনা আতঙ্কের মধ্যেই চীনা যুবতীকে বিয়ে করলেন কাঁথির যুবক

বর্তমানে করোনা ভাইরাস আতঙ্ক সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আতঙ্ক উপেক্ষা করেই চীনের যুবতীকে বিয়ে করলেন কাঁথির যুবক পিন্টু জানা। প্রেমের কাছে হার মানল করোনা আতঙ্ক। 4 ফেব্রুয়ারি বিয়ে করেন পিন্টু ও অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল চীনের গোয়াংসী প্রদেশের বাসিন্দা। পিন্টুর বাড়ি কাঁথি সাতমাইলের পশ্চিম পারুলিয়ায়।

তবে করোনা ভীতি সরিয়ে গ্রামের বাসিন্দারা এই বিয়ে নিয়ে যথেষ্ট উৎসাহী। বিয়ের দিন থেকেই শাঁখা সিঁদুর পরা চীনা যুবতীকে দেখতে ও তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য পিন্টুর বাড়িতে ভিড় লেগে রয়েছে। অ্যাঞ্জেলের চীনা নাম হল লি চা ছি। তাঁকে কেউ আদর করে ডাকেন জিয়াকি। কেউ আবার অ্যাঞ্জেল নামে ডাকেন। পিন্টুর ছোটমামা কমল দাসের চীনের গোয়াংসি প্রদেশে পোশাক বিক্রির ব্যবসা রয়েছে। ৯ বছর আগে মামার হাত ধরে চীনে পাড়ি দিয়েছিলেন পিন্টু। সেখানে বর্তমানে নিজস্ব পোশাক তৈরির কারখানা করেছেন। এর আগে যাতায়াতের সূত্রে অ্যাঞ্জেলের সঙ্গে পিন্টুর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গভীর হয়।

গত কয়েক বছরে দু-তিন বার পিন্টুর বাড়িতে এসেছেন অ্যাঞ্জেল। সম্পর্কের বিষয়ে দুই পরিবারের লোকজনই মেনে নেন। শেষ পর্যন্ত গত ৪ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়। কিন্তু কয়েকদিন আগে শুরু হওয়া করোনা ভাইরাসের আতঙ্ক যেন সবকিছুর তাল কেটে দিয়েছিল। নির্দিষ্ট দিনে আদৌ তাঁদের বিয়ে হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যদিও এই দোটানার মাঝে পড়েই নির্দিষ্ট দিনে বিয়ে সম্পন্ন হয় তাঁদের। তবে এই পরিস্থিতিতে নবদম্পতি যথেষ্ট সতর্ক। এর আগে বিমানবন্দরে তাঁদের সব রকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেই আসার অনুমতি দেওয়া হয়েছে। তবে এখানেও তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেবেন বলে ঠিক করেছেন। তবে তাঁদের এই সম্পর্ক পরিণতি পাওয়ায় খুশি দুজনেই।

আমরা আসছি…….

Loading

Leave a Reply