রাজ্য

করোনা আতঙ্কের মধ্যে কলকাতায় কমল ছিনতাই, পকেটমারি

করোনা ভাইরাস নিয়ে সতর্কতা বাড়ছে শহরে। কিন্তু সাধারণ মানুষ এ নিয়ে সচেতন হলেও ভাইরাসের সংক্রমণ নিয়ে সচেতন কি জোর এবং পকেটমাররা? পুলিশ সূত্রে জানা গেছে গত সপ্তাহে কলকাতা শহরে ছোটখাটো চুরি পকেটমারির মতো অপরাধ বেশ কিছুটা কমে গেছে। এমনকী রাস্তায় যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় দুর্ঘটনা বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। কমেছে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা। পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধের পরিসংখ্যানের নিরিখে কলকাতা শহর গত দু’বছর ধরে নিরাপদতম মেট্রো শহরগুলির তালিকায়  উপরের দিকে রয়েছে।

কিন্তু এরই মধ্যে গত কয়েক সপ্তাহে অপরাধের সংখ্যা কমে যাওয়ার পিছনে করোনা ভাইরাসের হাত দেখছেন পুলিশকর্তারা। পুলিশের ধারণা রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কমে যাওয়ায় ছিনতাইবাজ বা পকেটমাররা তাদের টার্গেট খুঁজে পাচ্ছে না। কারণ বেশিরভাগ সময়ই বাস বা ট্রামে হয়। কিন্তু বর্তমানে লোক সংখ্যা কমে যাওয়ায় তারা সেই সুযোগ পাচ্ছে না। এমনকি শহরের বিভিন্ন বড় শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় সেখানেও একই অবস্থা হয়েছে পকেটমার বা ছিনতাইবাজদের ক্ষেত্রে।

Loading

Leave a Reply