এবার হোলি উৎসবে মাতবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে দেশে মোট ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই হোলির মতো উৎসবে এই রোগের প্রকোপ ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে খবর। এই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। আর জানান, আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না। কিন্তু তারপর নিজেই সিদ্ধান্ত নিয়েছেন হোলি উৎসবে এবার তিনি যোগ দেবেন না।
হোলি উৎসবে তিনি যোগ দেবেন না বলে নিজেই টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বিশ্বের বিশেষজ্ঞরা পরমার্শ দিচ্ছে জনবহুল স্থানে না যাওয়ার জন্য। করোনাভাইরাস এড়াতেই এই পরামর্শ দেওয়া হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার হোলি মিলন উৎসবে যোগ দেব না তিনি।’