বিশ্ব

করোনা আতঙ্ক : এবার লকডাউন এর পথে দক্ষিণ আফ্রিকা

করোনা ভাইরাস থেকে বাঁচতে একের পর এক দেশ লকডাউন হচ্ছে। এবার সেই সারিতে যোগ হল দক্ষিণ আফ্রিকা। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা ২১ দিনের জন্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। স্থানীয় সময় সোমবার এক টেলিভিশন বার্তায় এমন ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ২৬ মার্চ মধ্যরাত থেকে শুরু হবে এই লকডাউন। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

এই সময়ের মধ্যে সকল দক্ষিণ আফ্রিকানদের ঘরের মধ্যে থাকতে হবে। তবে জরুরি ও নিরাপত্তা সেবায় নিয়োজিত, খাদ্য উৎপাদনকারী ও ব্যাংকিং খাতে যারা কাজ করেন তারা এই আওতার মধ্যে পড়বেন না।

প্রেসিডেন্ট বলেছেন, এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় হল লকডাউন করা। আর এটা করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। এটি কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিশেষ ফোর্স নিয়োজিত করা হবে।শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে ৪০২ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Loading

Leave a Reply