দেশ

করোনা আতঙ্ক, চীনে ভ্রমণ করা বিদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্রমশ ভয়ঙ্কর অাকার নিচ্ছে মারণ ভাইরাস করোনা। ২০০২ সালে বিশ্বজুড়ে সার্সের কবলে পড়ে মৃত্যুর সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায়। চীনে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এই আতঙ্কের আজ এসে পড়েছে ভারতবর্ষেও। তাই এই পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিরেক্টরেট অব সিভিল অ্যাভিয়েশন জানিয়ে দিয়েছে, যে সমস্ত বিদেশি নাগরিক গত ১৫ জানুয়ারি বা তারপরে চিনে ভ্রমণ করেছেন, তারা এখন ভারতে প্রবেশ করতে পারবেন না। কতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে, সে নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

তাতে বলা হয়েছে, শুধু আকাশপথে নয়, ইন্দো-বাংলাদেশ, ইন্দো-মায়ানমার, ইন্দো- নেপাল এবং ইন্দো ভুটানের স্থল সীমান্ত, এমনকী জলপথেও বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি ৫ ফেব্রুয়ারির আগে চীনের নাগরিকদের জন্য ইস্যু করা ভিসা বাতিল করার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। তবে চীন বা অন্যান্য দেশের বিমানকর্মীদের ভিসা এই মুহূর্তে বাতিল করা হচ্ছে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এরপর কোনও চীনা নাগরিকের ভারতে আসাটা অত্যন্ত জরুরি হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে বেজিং, গুয়াংঝোউ বা সাংহাইয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Loading

Leave a Reply