দেশ

করোনা আবহাওয়াতেও পাকিস্তানের ১৫ জওয়ান ও ১০জঙ্গীকে খতম করলো’ ভারতীয় সেনা।

সারাবিশ্ব করোনা আতঙ্কে কাঁপছে। এই মুহূর্তে বিশ্বের 200 টিরও বেশি দেশ করোনা আক্রান্ত। ইউরোপের পর এশিয়া মহাদেশের প্রতিনিয়ত করোনা প্রভাব বিস্তার করে চলেছে। এইরকম পরিস্থিতিতেও সীমান্তে সংঘর্ষের বিরাম নেই। এই মুহূর্তে আবার পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে গোলাগুলি ও বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে সূত্রের খবর সীমান্ত রেখা সংলগ্ন দুধনিয়ালে কেরান সেক্টরমুখী পাক সন্ত্রাসবাদী ঘাঁটিকে লক্ষ করে শেল ছোড়ে বাহিনী। তারই ঘায়ে প্রাণ যায় ১০ সন্ত্রাসবাদীর। মারা যায় পাকিস্তানের ১৫ জন জওয়ান।



যদিওপাক সেনার দাবি সারদা, দুধনিয়াল ও শাহকোট সেক্টরকে লক্ষ করে গোলাগুলি চালিয়েছে ভারতীয় বাহিনী। তবে সেই প্রত্যাঘাতে ১৫ বছরের এক কিশোরী-সহ চার সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের আরও অভিযোগ ২০২০ সালে ৭০৮ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে ভারতীয় বাহিনী। ভারতীয় সেনার হামলায় মৃত্যু হয়েছে ২ সাধারণ নাগরিকের, আহত হয়েছেন ৪২ জন। সমস্ত বিশ্ব যখন করণা আতঙ্ক থেকে বেরিয়ে আসার জন্য প্রাণপন চেষ্টা চালাচ্ছে তখন পাকিস্তানের এই হামলাকে তীব্রভাবে নিন্দা করেছে সকলেই।




Loading

Leave a Reply