করোনার মধ্যেই চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবের ঢাকে কাঠি পড়ল। শুক্রবার মহাষষ্ঠী। তার আগে পঞ্চমীর দিন সাংবাদিক বৈঠক করে উৎসবের দিনগুলিতে চন্দননগর থেকে ভদ্রেশ্বর বিশাল পুলিশি আয়োজনের কথা জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ হুমায়ুন কবীর। পুজোর ক’দিন চন্দননগর থেকে ভদ্রেশ্বর শহর পর্যন্ত বিশেষ পুলিশি ব্যবস্থা থাকবে। থাকবে আলাদা মহিলা পুলিশ বাহিনী। থাকবে মোটর সাইকেল বাহিনী। রাস্তার মোড়ে মোড়ে থাকবে পুলিশি সহায়তা কেন্দ্র। শহরের সিসিটিভিগুলির দিকে নজর রাখার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালাবে পুলিশ। প্রতিদিন বিকেল ৪টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত চন্দননগর থেকে ভদ্রেশ্বর শহরে সমস্ত রকম যান চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে। ষষ্ঠীর দিন থেকেই যা কার্যকর হচ্ছে। হাইকোর্টের নির্দেশ মেনে মাস্ক ছাড়া মন্ডপের সামনে আসা যাবে না। পাশাপাশি আদালতের নির্দেশ মেনে মন্ডপেও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। দশমী এবং একাদশী দু’দিন প্রতিমা বিসর্জনের দিন ধার্য্য হলেও করোনা আবহে এবছর বিসর্জন শোভাযাত্রা বন্ধ থাকবে।
সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বলেন, বলেন সবরকম পুজো এবং উৎসব হবে। তবে করোনা সমস্যা দূর না হওয়া পর্যন্ত সরকারি বিধিনিষেধ মেনেই তা পালন করতে হবে। এদিন সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন, ডেপুটি পুলিশ কমিশনার তথাগত বসু, চন্দননগর পুরনিগমের কমিশনার স্বপন কুন্ডু সহ অন্যান্যরা।