রোগী এবং চিকিৎসকের মাধ্যমে করোনা ভাইরাস না ছড়ায় তাঁর জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন রায়গঞ্জ সুপার মার্কেটের চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় । তিনি রোগীদের জন্য স্বচ্ছ প্লাষ্টিকের জ্যাকেট তৈরী করেছেন। রোগী চেম্বারে ঢোকার সময় সেই জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে। রোগী বাইরে বেরিয়ে এলে সেই জ্যাকেট খুলে নিয়ে সঙ্গে সঙ্গে তা হাইড্রোক্লোরাইড জলে চুবিয়ে দেওয়া হচ্ছে। প্রতি রোগীর জন্য একটি জ্যাকেট রাখা হয়েছে। মোট ৫০টির বেশি জ্যাকেট তৈরী করেছেন তিনি। রোগীদের জন্য এ ধরনের ভাবনার তারিফ করেছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। অনেকের দাবি জ্যাকেটে করোনা ভাইরাস ছড়ানোর কোন রকম সম্ভাবনাই নেই। চিকিৎসকরা এধরনের জ্যাকেট ব্যবহার করলে রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত হয়।
চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, চিকিৎসকদের চেম্বারে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা করা কঠিন কাজ। তাই স্বচ্ছ প্লাষ্টিকের জ্যাকেট তৈরী করে রোগীদের পরিয়ে দিয়ে চিকিৎসা করলে তাতে রোগী এবং চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত হয়। মানুষের কথা চিন্তা করেই ভাবনা। রোগিদের চেম্বারে বসার ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। চিকিৎস্কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।