হুগলি জেলার ক্ষেত্রে এমনিতেই বাড়তি নজদারির কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর নির্দেশমতো বাড়তি নজদারির চালাচ্ছে প্রশাসন। এবার হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা কনটেনমেন্ট হিসাবে চিহ্নিত করল জেলা প্রশাসন। হাওড়া জেলা লাগোয়া ডানকুনি থেকে উত্তরপাড়া হয়ে গঙ্গা তীরবর্তী চন্দননগর পুরনিগম পর্যন্ত মোট ৯টা পুরসভা এলাকার সবকটি ওয়ার্ডই কনটেনমেন্ট হিসাবে চিহ্নিত হল।
প্রশাসন সূত্রে জানা গেছে, কনটেনমেন্ট অর্থাৎ এই সমস্ত এলাকা থেকে করোনা ছড়ানোর বেশি প্রবণতা রয়েছে। পাশাপাশি শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লক, চন্ডিতলা -১ ব্লক এবং জাঙ্গিপাড়া ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকাও কনটেনমেন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত এলাকায় পুলিশ-প্রশাসনের আলাদা নজরদারি থাকবে। ইতিমধ্যেই এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ নজরদারির চলছে। শুধুমাত্র বাজারের ক্ষেত্রে সকালে ছাড় দেওয়া হয়। এই এলাকাগুলি পুলিশি পিকেট চলছে।