বিশ্ব

করোনা কাণ্ডে স্বস্তির নিঃশ্বাস চীনের।

এই মুহূর্তে সারা বিশ্বের কাছে আতঙ্কের অপর নাম করোনা ভাইরাস। চীনে অনেক আগেই করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। ডিসেম্বরের শেষ দিক থেকে আস্তে আস্তে চীনের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে করোনা।অবস্থা এতটাই ভয়ানক হয়েছিল যে চীনের মানুষ রাস্তায় বের হতেই ভয় পাচ্ছিলন। কিন্তু এই মুহূর্তে সেই আতঙ্কের পরিবেশ থেকে অনেকটাই নিজেদের মুক্ত করে ফেলেছে তারা
এখন চীনে নেই করোনা আতঙ্ক। দেশটির ১৩টি প্রদেশে কভিড-১৯ কোনো রোগীর সন্ধান মেলেনি। সোমবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এই সুসংবাদ দিয়েছে।

সেখানে বলা হয়েছে – তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, কিংহাই, ফুজিয়ান, আনহুই, চিয়াংসি, শানজি, হুনান, জিয়াংসু, চংকিং, গুইজু, জিলিন এবং তিয়ানজিন মিউনিসিপ্যালটিতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। নতুন করে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি।

এদিকে করোনায় সবচেয়ে বেশি বিদ্ধস্ত হুবেই প্রদেশেও কমে এসেছে এর প্রকোপ। আক্রান্তরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। নতুন করে আক্রান্তের সংখ্যা একেবারে হাতে গোনায় চলে এসেছে। যে কারণে করোনা রোগীদের সেবাদানে অস্থায়ী কয়েকটি হাসপাতাল বন্ধ করা হয়েছে। সব মিলিয়ে অনেকটাই স্বস্তির হাওয়া চীনে।

Loading

Leave a Reply