খেলা

করোনা ঝড় সামলে শুরু হচ্ছে বুন্দেশলিগা

করোনা ঝড়ের ধাক্কা সামলে জার্মানিতে অবশেষে ফিরছে বুন্দেশলিগা। বিশ্বের বিভিন্ন ফুটবল লিগের মধ্যে বুন্দেশলিগা অন্যতম। তবে এবার আজ থেকে শুরু হচ্ছে এই জনপ্রিয় ফুটবল লিগ। যদিও লিগ শুরু হলেও সমস্ত ম্যাচ হবে দর্শকশূন্য গ্যালারিতে। এই লিগের সঙ্গে যুক্ত সমস্ত ফুটবলার ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। পুনরায় ফুটবল লিগ শুরু হওয়ার জন্য ৫২ পাতার একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

গ্যালারিতে একটি লোক থাকবে না। এমনকী একটি ম্যাচে দুই দলের খেলোয়াড়, স্টাফ, আয়োজক মিলিয়ে ৩০০ জনের বেশি লোক কোনওভাবেই থাকতে পারবে না। এছাড়া ম্যাচের বলটি স্যানিটাইজ করার পর খেলা শুরু করা হবে। ম্যাচ শুরুর আগে ও পরেও কোনও সাংবাদিক সম্মেলন হবে না। এমনকী গোল করার পর কোনও ফুটবলার কাউকে আলিঙ্গন করতে পারবে না। কনুইয়ের মাধ্যমে অথবা পায়ে পায়ে ঠেকিয়ে সেলিব্রেশন করতে পারবে। দুদলের ফুটবলারদের হাত মেলানো পুরোপুরি বন্ধ। ম্যাচের আগে ও পরে গ্রুপ ছবিও তোলা নিষিদ্ধ করা হয়েছে। এবার ফিফার নতুন নিয়মে পাঁচজন করে ফুটবলার পরিবর্তন করতে পারবে এক-একটি দল। এদিন ৬টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে ।

Loading

Leave a Reply