জেলা

করোনা ঠেকেতে বিশেষ হোমযজ্ঞ বাঁকুড়ায়,চর্চা

করোনা সংক্রমণ ঠেকাতে এবার অমাবস্যায় হোমযজ্ঞকেই ভরসা করলেন বাঁকুড়ার মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শহরের ৭ নম্বর ওয়ার্ডের দোলতলার বাগদি পাড়ার হঠাৎ কালীপুজা কমিটির করোনানিধন যজ্ঞে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ আগরওয়াল স্বয়ং।

শনিবার রাতে করোনা সংক্রমণ ঠেকাতে এই হোমযজ্ঞ বাঁকুড়া শহরে ইতিমধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে। তাবড় তাবড় বিজ্ঞানীরা যখন করোনার প্রতিষেধক আবিস্কারে দিন রাত এক করে কাজ করছেন তখন, অমবস্যায় হোমযজ্ঞের করোনা মুক্তির ভাবনা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যদিও এবিষয়ে কোন কিছু শুনতে রাজি নন উদ্যোক্তারা।

Loading

Leave a Reply