করোনা নিয়ে এবার কুরুচিকর মন্তব্য পোস্ট করায় সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। সাংসদের বিরুদ্ধে এহেন অভিযোগে সারা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে। মূলত সাংসদ যে পোস্ট করেছেন তাতে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করেছেন বলে অনেকের।

জানা গেছে, বাঁকুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ চ্যাটার্জি বাঁকুড়া সাইবারক্রাইম সেলে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রের মাধ্যমে জয়দীপের তার মূলত বক্তব্য, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তার ফেসবুকে একটি মিথ্যা ছবি পোস্ট করেছেন। যা অত্যান্ত বিভ্রান্তিকর ও কুরুচিকর। বর্তমানে সাধারণ মানুষ করোনা নিয়ে যথেষ্টই আতঙ্কিত, ভীতসন্ত্রস্ত। এই অবস্থায় সাংসদ তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন “Banglar Avinetri bangla k sesh kare chera deba. স্বাভাবিকভাবে সৌমিত্র এই পোস্ট থেকে স্পষ্ট যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নাম না করে কটাক্ষ করলেন। পাশাপাশি এই ধরনের একটি পোস্ট।
করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু সাংসদের এহেন মন্তব্য যেকোনো সময় যেকোনো জায়গায় শান্তি-শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশংকাও প্রকাশ করেছেন তিনি। তাই তার মূলত অভিযোগ একজন সাংসদ হয়ে তিনি কিভাবে এই ধরনের কুরুচিকর মন্তব্য পোস্ট করলেন সোশ্যাল সাইটে। যদিও এ বিষয়ে সাংসদ সৌমিত্র খাঁয়ের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন করোনা নিয়ে যদি কেউ বিভ্রান্তিকর ও কুরুচিকর পোস্ট করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর। স্বাভাবিকভাবে একজন সাংসদের পোস্টের পর সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার ?