দেশ

করোনা নিয়ে খোদ প্রধানমন্ত্রীর আবার মুখ পোড়ালেন কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী

করোনা আতঙ্কে যখন সারাবিশ্ব কাঁপছে তখন এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্ব অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে একের পর এক ভুল তথ্য পরিবেশন করা যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিশেষজ্ঞরা। কোথাও চলছে গোমূত্র পান আবার কোথাও হচ্ছে গোবর বিক্রি। বিজেপির একাধিক নেতা মন্ত্রী এই ঘটনার সাথে তাল মেলাচ্ছেন। সূত্র থেকে জানা গেছে স্বয়ং প্রধানমন্ত্রী বারবার অনুরোধ করেছেন করোনা সংক্রান্ত কোন অবৈজ্ঞানিক কথা না বলার জন্য। কিন্তু তার দলের নেতা মন্ত্রীরা যে তার কথাকে পাত্তা দিচ্ছেন না, তা আবার প্রমাণ হলো। এবার আবার হাস্যকর কথা বললে স্বয়ং কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন।দুপুর ১১টা থেকে ২টোর মধ্যে ১৫ মিনিট রোদে বসে থাকুন। করোনাভাইরাস আপনার টিকিটিও ছুঁতে পারবে না’। বুধবার রাতেই এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীদের করোনাভাইরাস মহামারী নিয়ে আপত্তিজনক বা অবৈজ্ঞানিক দাবি করা বন্ধ করতে বলেছিলেন। বৃহস্পতিবার সকালে খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী বা জুনিয়র স্বাস্থমন্ত্রী অশ্বিনী চৌবেই এমন উদ্ভট দাবি করে বসলেন। যারপর ভারতে করোনাভাইরাস প্রতিরোধ কতটা করা যাবে তাই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে জনমানসে।  

Loading

Leave a Reply