বিশ্ব

করোনা নিয়ে চীনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন হুয়ানের মহিলা চিকিৎসক

বর্তমানে সারাবিশ্বে মহামারির আকার ধারণ করেছে মারণ ভাইরাস কোভিড ১৯। বিশ্বের বিভিন্ন দেশ এর জন্য চীনকে দায়ী করেছে। এমনকী অনেকেই দাবি করছে যে কোভিড ১৯ জৈব ভাইরাস। হুয়ানের ল্যাব থেকে লিকেজ হয়ে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। যদিও চীনের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়। এমনকী চীনের তরফে এটাকে মানব ভাইরাস বলতে রাজি নয়। যদিও এমনই সময় বিস্ফোরক অভিযোগ আনলেন হুয়ানের সরকারি হাসপাতালের এক বিখ্যাত চিকিৎসক। তিনি জানিয়েছেন এই মারণ ভাইরাসের কথা বাইরে যাতে প্রকাশ না হয়, তার জন্য ওই ডাক্তারকে চিনা প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয়েছিল।

এই ভাইরাসের ব্যাপারে কোনও তথ্য যাতে বাইরে প্রকাশ না হয় তার জন্য প্রাণনাশের হুমকি দেয়া হয় এমনই বিস্ফোরক দাবি করেছেন ওয়ান প্রদেশের বিখ্যাত হাসপাতালের চিকিৎসক। তিনি অভিযোগ করেছেন, করোনাভাইরাসের তথ্য সম্পূর্ণ ভাবে চেপে গিয়েছিল চীন। এর আগে ডাঃ লি উইলিয়াং করোনা নিয়ে চীনের মুখোশ খোলার চেষ্টা করেছিলেন। পরে অবশ্য করোনাতে আক্রান্ত হয়ে ওই চিকিৎসকের মৃত্যু হয়। যদিও এক আধিকারিক দাবি করেছিলেন ডাক্তার লি-এর এর মৃত্যু করোনায় হয়নি। তাঁকে চীনা সেনা হত্যা করেছে। এই ঘটনার পর ফের হুয়ান প্রদেশের মহিলা চিকিৎসক চীনা প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক এই দাবি এনেছেন।

Loading

Leave a Reply