করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে মানুষকে আতঙ্কিত করার অভিযোগে ১ ব্যক্তিকে গ্ৰেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সঞ্জীব জানা। বাড়ি সিঙ্গুরের নন্দনবাটি এলাকায় । অভিযুক্ত ব্যক্তিকে মঙ্গলবার চন্দননগর আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীব জানা নামে ব্যক্তিটি সোমবার সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে একটি পোষ্ট করেন। তাতে তিনি লেখেন , “সিঙ্গুরে ৬১ জন সন্দেহে, ২টো কনফার্ম। কেস সিঙ্গুর থানায় আজকের মিটিং” । এটা পুলিশের নজরে আসার পরই তৎপর হয় পুলিশ। খোঁজ খবর নিয়ে গতকাল রাতে তাকে গ্ৰেফতার করে আনে পুলিশ । আই পি সি ৪৬৯, ৫০৫/ ১বি, ৫০৪,ধারায় অভিযুক্ত সঞ্জীব জানার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।