রাজ্য

করোনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ দিলীপ ঘোষ

এবার রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। করোনা পরিস্থিতিতে রাজ্যের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন তিনি। দিলীপের দাবি, মৃত্যুর সংখ্যা জানাতে কেন অডিট কমিটি গঠন করা হল ?




লকডাউনের জেরে গৃহবন্দি মানুষ। করোনার মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ তুলছিল বিজেপি। করোনা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, একাধিকবার এই অভিযোগই তুলেছেন বিরোধীরা। এবার অডিট কমিটি গঠন থেকে ত্রাণ বিলিতে বাধা, সমস্ত ঘটনাই রাজনৈতিক স্বার্থে পরিকল্পনামাফিক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ-মুকুল ঘোষরা। অন্যদিকে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন,এটা রাজনীতির সময় নয়। পাশাপাশি, অন্যেরা যাতে এখন রাজনীতি না করেন, সেই অনুরোধও করেছিলেন। পরামর্শ দিয়েছিলেন সহযোগিতার হাত বাড়ানো। সেই বাকযুদ্ধের আবহেই দিলীপ স্পষ্ট করে দিয়েছিলেন, যেখানে ত্রাণ দেওয়ার সুযোগই পাচ্ছেন না বিজেপির নেতা-কর্মীরা, সেখানে কোনওরকম সহযোগিতা কার্যত অসম্ভব।



এরপরই আদালতের দ্বারস্থ দিলীপ। সূত্রের খবর, হাইকোর্টে করা মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে। মৃতের সংখ্যা প্রকাশে অডিট কমিটি গঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ফ্রন্টলাইনের যোদ্ধা পুলিশদেরও পিপিই দেওয়ার দাবি জানিয়েছেন সাংসদ। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও আদালতের পর্যবেক্ষণে কমিটি গঠনের দাবিও তোলেন তিনি।


Loading

Leave a Reply