রাজ্য

করোনা পরিস্থিতিতে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে তাঁকে কাজে লাগানোর জন্য অনুরোধ করলেন।

করোনা পরিস্থিতিতে দেশের প্রতিটি রাজনৈতিক দল মুখে বলছে এই সময় কোন রাজনীতি নয়। কিন্তু পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক চর্চা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের ওপর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ক্রমশ তিতিবিরক্ত হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা নিয়েও নানান মত উঠে আসছে। কেন্দ্রীয় সরকার যে রিপোর্ট দিচ্ছে তার সঙ্গে রাজ্য সরকারের দেওয়া রিপোর্টের কোন তাল মিল নেই। আবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব যে রিপোর্ট পেশ করছে তার সাথে দেশের স্বাস্থ্যসচিবের রিপোর্টের মিল নেই। সব মিলিয়ে এই মারাত্মক সময়ে মানুষের কাছে সঠিক তথ্যই নেই। আর এই নিয়ে যখন রাজনৈতিক মতপার্থক্য ক্রমশ জটিল হচ্ছে সেই সময় বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সরাসরি তার ফেসবুক ওয়ালে মুখ্যমন্ত্রীকে আবেদন করলেন এই পরিস্থিতিতে যেন তাকে সরকার কাজে লাগায়। সরাসরি অধীর বাবু লিখেছেন তিনি সরকারের সাথে এই পরিস্থিতিতে যৌথভাবে কাজ করতে চান। তার যে দক্ষতা তাকে যেন সরকার ব্যবহার করেন। এখন দেখার অধীর বাবুর এই আবেদনের পর মুখ্যমন্ত্রীর বিরোধীদের এই কাজ করার উৎসাহ কে কাজে লাগান নাকি কোন গুরুত্ব না দেন।অধীর বাবু সরাসরি মুখ্যমন্ত্রীকে কি লিখেছেন তা হুবহু তুলে দেওয়া হলো।




বাংলার মুখ্যমন্ত্রী,পরিযায়ী শ্রমিক ও অন্যান্য আটকে পড়া মানুষগুলো খুব অস্থির হয়ে পড়েছে বাড়ি ফেরার জন্য। আপনি আমাকে আপনার সরকারের পক্ষ থেকে কাজে লাগান। আপনার Nodal officer আরও effective হতে হবে, অন্য রাজ্য গুলো ট্রেন পাচ্ছে, আপনি এখনও একটাও ট্রেন পেলেন না, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কোনো রাজনৈতিক ধান্দাবাজি নয়। পরিযায়ী শ্রমিকরা কাঁদছে, সব protocol মেনে তাদের ফিরিয়ে নিয়ে আসুন।


Loading

Leave a Reply