জেলা

করোনা পরিস্থিতির মাঝে অসহায় দের পাশে, জিডি চ্যারিটেবল সোসাইটি

ধ্রুবজ্যোতি মহন্ত( দক্ষিণ দিনাজপুর):- দেশজুড়ে করোনা মোকাবিলায় জারি হয়েছে লকডাউন।আর এই লক ডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন বহু দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী অসহায় মানুষ জন ।আর এবার সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সেইসব অসহায় মানুষদের সেবায় এগিয়ে এলো পতাকা শিল্প গোষ্ঠীর সমাজ সেবামূলক সংগঠন জিডি চ্যারিটেবল সোসাইটি।সংস্থার প্রতিষ্ঠাতা দানবীর মোস্তাক হোসেনের উদ্যোগে এবং বেস আন নূর মডেল স্কুল ও নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমির যৌথ প্রচেষ্টায় প্রত্যহ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলিতে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ৩০-৪০ জন কর্মকর্তারা।

এইদিন সংস্থার পক্ষ থেকে উত্তর দিনাজপুরের ডালিমগাও, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর ,লোহাগঞ্জ , এছাড়াও বংশীহারি ব্লকের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত অঞ্চল গুলিতে প্রায় ৩০০ টি পরিবারকে ৫ কেজি করে চাল ৫০০ গ্রাম আলু একটি সাবান তুলে দেন সংস্থার কর্মকর্তা রা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ খাদেমুল ইসলাম, শিক্ষাবিদ রাসনাউল আলম, আয়ুব আনসার, আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা।

এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বংশীহারী ব্লকের ভিডিও সুদেষ্ণা পালের মাধ্যমে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় বেস আন নূর মডেল স্কুলের পক্ষ থেকে। রাজ্যজুড়ে করোনা আবহের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জিডি চ্যারিটেবল সোসাইটির অসহায়দের পাশে দাঁড়ানোর এই মহান উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জনেরা ।

Loading

Leave a Reply