নুরুল হক, বোলপুর:-কোরানা ভাইরাস প্রতিরোধে রাতদিন সমানে কাজ করছে বীরভূম জেলা আদালতের নিয়ন্ত্রনাধীন ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়করা। বীরভূমের বোলপুর, সিউড়ী, রামপুরহাট সহ জেলার শহর ও গ্রামাঞ্চলে চলছে সমানে প্রচার। সঙ্গে জেলা পুলিশ – প্রশাসন ও স্বাস্হ্য দফতরের হ্যান্ডবিল বিলি। প্রচার চলছে টোটোতে মাইক বেঁধে।
গ্রামে গ্রামে অডিও ক্যাসেট মারফৎ শোনানো হচ্ছে ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব – বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় এর সর্তকবার্তা। জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করছেন আইনী সহায়ক মহম্মদ রফিক, তহমিনা সুলতানা, সালাউদ্দীন, শিবদাস মন্ডল, ইমাম হোসেন সহ অনান্যরা। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন আমাদের দফতরের সচিব- বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় এর নির্দেশে গ্রামে গ্রামে ঘুড়ে প্রচার চলছে। মানুষকে বাড়ীতে থাকার ও সুস্হ্য থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সঙ্গে দফতরের সচিব মহাশয়ের সর্তক বার্তাও অডিও সহকারে শোনানো হচ্ছে। সঙ্গে গরিব দুঃস্হ মানুষদের কলা, ডিম, মুড়ি, চাল বিতরনও করা হচ্ছে। তাছাড়াও যারা ভিনরাজ্যে যারা রয়েছে তাদের নাম ঠিকানা জোগাড় করে তাদের জেলায় ফেরানোর জন্য পুলিশকে সব তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় তিনশো জনের নাম জেলা পুলিশের করোনা কন্ট্রোল রুমের হোয়াটস এ্যপ মাধ্যম দেওয়া হয়েছে।
ঝাড়খন্ড থেকে ২৮ জন শ্রমিককে আমাদের প্রচেষ্টায় মুরারইয়ের পাইকরের গ্রামের বাড়ীতে ফেরানো হয়েছে। দেশের মুম্বাই, উড়িষ্যা, হায়দ্রাবাদে, উত্তরাখন্ড সহ দেশের বিভিন্ন রাজ্যে বীরভূমের হাজার হাজার শ্রমিক রয়েছে। তারা আমাদের জানাচ্ছে। সঠিক তথ্য জেলা পুলিশকে দিয়ে সাহায্য করা হচ্ছে। সোমবার কলকাতা থেকে ফেরার পথে বোলপুরে আটকে থাকা মুরারইয়ের জনা দশেক শ্রমিককে মুড়ি সহ কিছু খাবারও দেওয়া হয়। পাশাপাশি বাজারের নিত্যপ্রয়োজনীয় খাবারের দোকানেও চলছে নজরদারি। সাধারন খরিদ্দাররা দূরত্ব বজায় রেখে দাঁড়াচ্ছে কিনা তা দেখতে আইনি পরিষেবা কতৃপক্ষের নির্দেশে বাজারে ঘোড়া হচ্ছে। দোকানের সামনে চক টেনে গোল বৃত্ত একে দোকানদার দের সতর্ক করা হচ্ছে।
একই সঙ্গে দোকানের জিনিস পত্রের দামের খোঁজ খবরও নিচ্ছে আইনী সহায়করা। সমস্ত সরকারী নিয়ম মেনে চলারও পরামর্শ দিচ্ছেন তারা। আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, মহম্মদ রফিক, তহমিনা সুলতানারা বলেন, করোনা প্রতিরোধে আমরা লাগাতর কাজ করছি। এবং সাধারন মানুষও যাতে আইন মেনে চলে, কোন সমস্যা হলে পুলিশ প্রশাসনকে জানায় ও তাদের পরামর্শ নেয় তার প্রচারও চলছে। জেলার বিভিন্ন প্রান্তে আইনী সহায়করা যেভাবে প্রচার করছেন তাতে অনেকাংশেই উপকৃত সাধারন মানুষ।