জেলা

করোনা ভাইরাস থেকে বাঁচতে হুজুগের বশে এক ছিপি গোমূত্র পান! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম:- করোনা রুখতে গোমূত্র পান করানোর তথ্য আগেই জানিয়েছিল হিন্দু মহাসভা। সেই করোনা রুখতে হুজুগের বশে এক ছিপি গোমূত্র পান করে শয্যাশায়ী অবস্থায় ঝাড়গ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হল এক ব্যক্তি। জানা গেছে, ওই ব্যক্তির নাম শিবু গড়াই। তিনি ঝাড়গ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের জামদা এলাকার বাসিন্দা। বছর ৪৫ এর এই যুবক পেশায় কাপড়ের ব্যবসায়ী।আরো পরিবার সূত্রে জানা গেছে, শিবু গরাই কিছুদিন আগে বন্ধুদের সাথে নবদ্বীপের মায়াপুর ঘুরতে গিয়েছিলেন।

গোমূত্র পান করলেই করোনা ভাইরাস দূর হবে এই চিন্তা ভাবনা নিয়ে তিনি মায়াপুর থেকে ফেরার পথে দেড়শো টাকা দিয়ে ৪০০ মিলিলিটারের গোমূত্রের সিসি কিনে আনেন।করোনার আশাঙ্কায় শিবু গরাই মঙ্গলবার রাতে এছিপি গোমূত্র পান করে নেন। গোমূত্র পান করার সাথে সাথে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। সাথে সাথে গলার জ্বালা, পেটের যন্ত্রণায় ভুগতে থাকেন। তড়িঘড়ি তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান তিনি ঝাড়গ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Loading

Leave a Reply