ভ্যাকসিন নিয়ে লাগাতার চর্চার মধ্যেই নতুন জল্পনা। করোনা নির্মূল করবে অতিবেগুনি রশ্মি। করণা নির্মূলে নতুন রাস্তা খুঁজে পেল একদল মার্কিন গবেষক। তাঁদের দাবি ভ্যাকসিন আবিষ্কারের ঝুঁকি নেই। টিকা প্রয়োগে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই। এমনকী বিপুল অঙ্কের টাকা খরচের প্রয়োজন নেই। শুধুমাত্র অাল্ট্রাভায়োলেট রশ্মির সামান্য একটু স্পর্শেই নির্মূল নাকি কুপোকাত হবে করোনা। চিকিৎসা পরিভাষায় এই পদ্ধতিকে ইউভি রেডিয়েশন বলে উল্লেখ করা হচ্ছে বিশেষ মাত্রায় এর প্রয়োগের সাফল্য মিলেছে বলে দাবি।
এতদিন আমজনতার সময় এসেছে অতিবেগুনি রশ্মি ক্ষতি করছে মানব জীবনের। কিন্তু গবেষকদের দাবি এই আল্ট্রাভায়োলেট প্রয়োগে মানবদেহে কোন পার্শ্ব প্রতিক্রিয়া। করোনা চিকিৎসার ক্ষেত্রে নাকি এই ক্ষতিকারক রশ্মি সবচেয়ে বেশি কার্যকর বলে গবেষকদের দাবি। দা আমেরিকান জার্নাল অব ইনফেকশন কন্ট্রোল সম্প্রতি এই গবেষণা পত্রটি প্রকাশ করেছে। অবশ্য অতিবেগুনি রশ্মির প্রয়োগ চিকিৎসা ক্ষেত্রে নতুন নয়। এর আগেও এই রশ্মির প্রয়োগে সার্স ভাইরাসকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছিল।
সার্সের এর সঙ্গে করোনাভাইরাস এর অনেকটাই মিল রয়েছে বলে বিজ্ঞানীদের দাবি। বিস্তর গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, ২২২ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের এই রশ্মি শরীরের পক্ষে ক্ষতিকারক নয় ত্বক বাচক কোথাও কোনো ক্ষতি না করেই ভাইরাসকে নির্মূল করতে সক্ষম।