দেশ

করোনা ভাইরাস সম্পর্কে লোকজনদের সচেতন করতে বিলোনিয়ায় বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিতরণ করলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী

ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট দক্ষিণ ত্রিপুরা:-করোনা ভাইরাস সম্পর্কে লোকজনদের সচেতন করতে বিলোনিয়ায় বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিতরণ করলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী।

আজ বিলোনীয়া বিজেপির মন্ডল কার্যালয়ে আসেন বিজেপির মহিলামোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি আজকে পার্টির কোনোপ্রকার কাজ নিয়েআসেননি। বিলোনীয়ার লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে জানান দিতে ও এই ভাইরাস থেকে মুক্তি পেতেগেলে কি কি সতর্কতা অবলম্বন করে চলতে হবে তায়নিয়ে সচেতন করার জন্য আসেন। তিনি দক্ষিন ত্রিপুরার বিজেপির ৭ টি মন্ডলের মন্ডল সভাপতি ও বিজেপির দক্ষিন জেলার নেতৃত্বদের নিয়ে বিলোনীয়া মন্ডলকার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে সমস্ত মন্ডলের কার্যকর্তাদের নিজ নিজ মন্ডল এলাকার লোকজনদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার পরামর্শদেন। বৈঠক শেষে বিলোনীয়ার মন্ডল কার্যালয়ের সামনে অবস্থিত বাড়ীতেগিয়ে গিয়ে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের সচেতনামূলক লিফলেট বিলি করেন।

Loading

Leave a Reply