ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট সিপাহীজলা জেলা:-করোনা মহামারীর মধ্যেও গকুলনগর এ হয়ে গেল দাদাগিরি। হ্যাঁ এমনই এক ঘটনা ধরা পরল পূর্ব গকুলনগর স্থিত সি টি আই ক্যাম্প সংলগ্ন এলাকায়। জানাগেছে,পূর্ব গকুলনগর এলাকার দুই যুবক পেশায় গাড়ী চালক বেশ কয়েক মাস যাবত রাজ্যের বাইরে থাকার পর গত পরশুদিন রাজ্যে ফিরে আসে। শাসক দলের নেতা হিসেবে বেশ পরিচিত মুখ এই দুই যুবকের।গতকাল থেকে ওই দুই যুবকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে এলাকার জনগণেৱ সন্দেহ হয়। তখন কয়েকজন যুবক মিলে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে যায় দুই যুবক।
এলাকার মানুষেরা জানান, নেতা বলে কথা,বাম আমল থেকে রাম আমল সব সময় এলাকায় দাদাগিরি করছে এই দুই যুবক।বাধ্য হয়ে এলাকার কিছু যুবক বিশালগড় থানায় ফোনে বিষয়টি জানায়। থানা থেকে বলেন এ কাজটি পুলিশের নয় মেডিকেলের। বিশালগড় মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করলে আসবেন বলে দায়িত্ব এড়িয়ে যায়। বাধ্য হয়ে এলাকার যুবকরা সংবাদমাধ্যমকে খবর দেন এবং সংবাদ মাধ্যমের কর্মীরা বিশালগড় থানা ও মেডিকেল অফিসারের সাথে সাক্ষাৎ করেন এবং মেডিকেল অফিসার বলেন বিষয়টি দেখবেন এখন দেখার মেডিকেল অফিসার ও বিশালগড় থানা এ ব্যাপারে কি পদক্ষেপ নেই। বর্তমানে পূর্ব গকুলনগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।