বিশ্বজুড়ে করোনা প্রতিষেধক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ গুজব ছড়াচ্ছে। প্রতিটি দেশেই প্রশাসনের তরফে বারবার প্রচার করা হচ্ছে দয়া করে গুজবে কান দেবেন না। কিন্তু এই গুজব কত।টা ভয়ঙ্কর হতে পারে তারই প্রমাণ মিলল ইরানে। সেখানে ক্রমশ গুজব ছড়িয়ে পড়েছে যে হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহার করা রাসায়নিক টক্সিক মিথানল এবং কারখানায় ব্যবহৃত রাসায়নিক মিথাইল অ্যালকোহল খেলে করোনা থেকে মুক্তি মিলবে। ক্রমশ এই গুজব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে দেশে ছড়িয়ে পড়েছে।
ইরানের সরকারি তথ্য অনুযায়ী, এই গুজবকে সত্যি মেনে টক্সিক মিথানল ও ইথাইল অ্যালকোহল পান করে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারের তরফে বারবার সচেতনতামূলক প্রচার চালানো হলেও মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ছেন। করণা থেকে বাঁচতে এইসব গুজবে কান দিয়ে প্রতিষেধক হিসেবে টোটকা ব্যবহার করছেন।
আরে জেরে ভয়ঙ্করভাবে বাড়ছে বিপদ। এছাড়া আরও একটি গুজব সোশ্যাল মিডিয়ায় ঘটানো হয়েছে ইরানে। তাতে বলা হয়েছে হুইস্কি সঙ্গে মধু মিশিয়ে খেলে করোনা আক্রমণ করতে পারবে না। সেই টোটকা সহজেই মানুষ বিশ্বাস করে নিয়েছে। প্রসঙ্গত ইরানে মদ নিষিদ্ধ। তাই টোটকায় বিশ্বাস করে হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহৃত অ্যালকোহল প্রতিষেধক হিসেবে খেয়ে ফেলছে অনেকেই।