রাজ্য

করোনা মোকাবিলায় নতুন কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী

করোনা মোকাবেলায় এবার নতুন কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির চেয়ারম্যান হলেন অমিত মিত্র। পাশাপাশি রয়েছেন রাজ্যের আরও তিন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার নবান্ন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তিনি কোভিড ম্যানেজমেন্ট নামে এই নতুন কমিটি গঠন করলেন।




সবক্ষেত্রেই তার নজর রাখা সম্ভব নয়। তাকে অন্যান্য কাজেও নজর রাখতে হবে। তাই এই কমিটির সদস্যরা বিভিন্ন করোনার ক্ষেত্রেভউদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি রয়েছে পুলিশ ও প্রশাসনের কর্তাদের মুখ্যসচিব ও রাজ্য প্রশাসনিক আধিকারিকরা এই কমিটিতে রয়েছেন।


Loading

Leave a Reply