রাজ্য

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে ২৫ হাজার কোটি টাকা চেয়ে চিঠি দিলেন মমতা

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে ২৫ হাজার কোটি টাকা চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন রাজ্যবাসীর উদ্দেশে বলেন, লকডাউন অমান্য করবেন না। অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। পরের দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। লকডাউন আমাদের পুরোপুরি সফল করতেই হবে। অনেক জায়গায় রাস্তাঘাটে মানুষজন বেরোচ্ছেন। দয়া করে বাড়িতে থাকুন। বাড়িতে থেকে সুস্থ হওয়া যায়। রাস্তায় বসে আড্ডা মারা বন্ধ করুন। সবাই মিলে লড়াই করতে হবে। হাটে বাজারে যারা যাচ্ছেন, বারবার বলা হচ্ছে ভিড় করবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। অত্যাবশ্যকীয় পণ্য বাজারে মিলছে।

তাই দূরত্ব বজায় রেখে জিনিস কিনুন। চিন্তা করবেন না। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, হোম কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে গেছেন প্রায় দু’হাজার মানুষ। মানুষের সুবিধার্থে হোম ডেলিভারি ছাড় দেওয়া হয়েছে। আতঙ্কিত হবেন না। দিল্লির নিজামুদ্দিন এ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে কেন্দ্রকে দুষলেন মমতা। তিনি বলেন, কেন্দ্র থেকে আগে থেকে জানানো হলে এ ব্যাপারে আগেভাগে সতর্ক হয়ে ব্যবস্থা নিত রাজ্য সরকার। কেন্দ্র থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে নিজামুদ্দিনে বাংলার ৭১জন যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে ৫৪ জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। তিনি এদিন রাজ্যবাসীর কাছে আবেদন করেন, আর কেউ যদি ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন তাহলে রাজ্য সরকারের কাছে জানান। তাঁদের কোয়ারেন্টাই রাখা হবে।

Loading

Leave a Reply