বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মূলত কোন বেসরকারি হাসপাতালে আইসোলেশন বিভাগের কেমন অবস্থা আছে তা জানার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান এটা ব্যবসা করার সময় নয়। সকলকে লড়াই করতে হবে। তবেই রাজ্য জিতবে। বিভিন্ন হাসপাতাল তাদের যে ব্যবস্থা আছে তা সবিস্তারে জানান। বিভিন্ন হাসপাতালের বেড সংখ্যা কতটা করে বেড়েছে তার বিস্তারিত বিবরণ এই দিনের বৈঠকে দেওয়া হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী এই বৈঠক থেকে জানান অযথা গুজব ছড়ানো হচ্ছে।
অযথা গুজব ছড়ানো হলে করা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি পরিষ্কার জানিয়ে দেন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র একজন এবং এক্ষেত্রে ইংল্যান্ড থেকে ওই যুবক পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। মুখ্যমন্ত্রীএই ঘটনা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন। সব মিলিয়ে সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারী হাসপাতালকে নামার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞ মহল বলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল তৈরি রাখার প্রচেষ্টা চলছে।
যদি করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে তাহলে কেবল সরকারি হাসপাতাল দিয়ে তা সামলানো যাবে না এ বৈঠক থেকে তা পরিষ্কার হয়ে গেল। সেই কারণে বেসরকারি নার্সিংহোমের ব্যবস্থা খতিয়ে দেখা হল। তার পাশাপাশি যে যে নার্সিংহোমে এখনো কোনো রকম ব্যবস্থা নেই সেগুলো কেউ সংযুক্তিকরণ চিন্তাভাবনা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
- স্ত্রীর প্রেমিকের যৌনাঙ্গে কামড় স্বামীর !উত্তরপ্রদেশের কানপুরের বাবুপুরায় ঘটে গেল এক রক্তগরম করা ঘটনা। বৃহস্পতিবার… Read more: স্ত্রীর প্রেমিকের যৌনাঙ্গে কামড় স্বামীর !
- প্রেমের প্রতিশোধ : প্রেমিকাকে কাছে এলো ৩০০ ক্যাস অন ডেলিভারিনদিয়ার এই প্রেমিকের প্রেম কাহিনি যেন সরাসরি কোনো সিরিয়ালের চিত্রনাট্য!… Read more: প্রেমের প্রতিশোধ : প্রেমিকাকে কাছে এলো ৩০০ ক্যাস অন ডেলিভারি
- পাঁচ হাজার বিঘা জমির ফসল বাঁচাতে অবস্থান বিক্ষোভ চাষিদের আরামবাগ : ৫০০০ বিঘা জমির ফসল বাঁচাতে PWD এর আধিকারিকদের… Read more: পাঁচ হাজার বিঘা জমির ফসল বাঁচাতে অবস্থান বিক্ষোভ চাষিদের
- মায়ের গ্রামে এসে পৌঁছালো ট্রেনবাঁকুড়া : সারদা মায়ের গ্ৰাম জয়রামবাটিতে এসে পৌঁছালো ট্রেন। অবশেষে… Read more: মায়ের গ্রামে এসে পৌঁছালো ট্রেন
- আমবারুণীর দিনেই দীঘির জলে অন্তর্ধান হয়ে যান মা দুর্গা, তারপর থেকেই শুরু রায়দিঘীর মেলা।আরামবাগ : আমবারুণীর দিনেই দীঘির জলে অন্তর্ধান হয়ে যান মা… Read more: আমবারুণীর দিনেই দীঘির জলে অন্তর্ধান হয়ে যান মা দুর্গা, তারপর থেকেই শুরু রায়দিঘীর মেলা।