এই মুহূর্তে সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই সংখ্যা হুহু করে বাড়ছে। সারা বিশ্বের তাবৎ চিকিৎসক, বিজ্ঞানীর দল প্রচেষ্টা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত এই রোগের কোন প্রতিষেধক বা ওষুধ আবিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। এই পরিস্থিতে কিভাবে আক্রান্তদের চিকিৎসা চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পৃথিবীর সমস্ত দেশ। এই রকমই এক সময়ে ভারত সরকার ভারতের প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরানো আয়ুর্বেদ এর উপর ভরসা করতে চলেছে। ইতিমধ্যেই আয়ুস কে করনা মোকাবিলায় ছাড়পত্র দেওয়া হলো।
ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা আয়ুর্বেদ প্রয়োগ করে করোনা রোগীদের মোকাবিলা করছে। একমাত্র ভয়ঙ্কর অসুস্থ রোগীদের ছাড়া বাকি সমস্ত রোগীদের ক্ষেত্রে আয়ুর্বেদের প্রয়োগ চলছে এবং তাতে উল্লেখযোগ্য সাফল্য মিলছে। বেশ কিছু রোগীর ওপর আয়ুর্বেদের পরীক্ষা করে সফল হয়েছে। এবার ভারত সরকার ও আয়ুর্বেদ কে ছাড়পত্র দিল। স্বাভাবিকভাবেই ইউনানী ও হোমিওপ্যাথি এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। আয়ুর্বেদ সংগঠনের নেতৃত্ব বলছেন ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে আয়ুর্বেদ কেউ এই যুদ্ধে শামিল করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে তাদেরকেও কোরনা যুদ্ধে শামিল করতে। এখন মুখ্যমন্ত্রী ছাড়পত্র দিলেই তারা করোনা মোকাবিলায় নেমে পড়বে। এবং তাদের বিশ্বাস আয়ুর্বেদ এর মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য মিলবে।