শ্যামলেন্দু গোস্বামী :- লকডাউন সফল করতে সাধারন মানুষকে সচেতন করতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস পরিচালিত খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার আলি পঞ্চায়েতের কর্মীদের নিয়ে গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে দেওয়াল কিংবা স্কুলের দেওয়ালে সাদা রঙ করে তাতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার বার্তা লিখে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিল। গ্রামপঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন সফল করাই একমাত্র উপায়। লকডাউন করে এবং মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখলেই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা যাবে। লকডাউন সফল করতে এবার অভিনব উদ্যোগ হুগলি জেলার খানাকুল ১ ব্লকের বন্যাকবলিত ঘোষপুর গ্রাম পঞ্চায়েত। গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় প্রতিটি গ্রামেই রাস্তার ধারে দেওয়ালে দেওয়ালে সচেতনতামূলক বার্তা লিখে প্রচার শুরু করল। দেওয়ালের গায়ে “আতঙ্ক ছড়াবেন না, সতর্ক থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন লেখার পাশাপাশি রয়েছে লকডাউন মেনে চলুন”।
ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনই একমাত্র উপায়। সাধারণ মানুষকে সচেতন করতে তাই মুখে প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হল । আগামীদিনে পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি নেওয়া হবে। দেওয়ালের পাশাপাশি বেশ কয়েকটি রাস্তায় সচেতনতা মূলক ছবি আঁকা হল।