দেশ বিনোদন

করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহে গায়কের ভূমিকায় শাহারুখ, শামিল পুত্র আব্রামও

করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহে এবার গায়কের ভূমিকায় দেখা গেল বলিউড অভিনেতা শাহারুখ খানকে। তবে তাঁর এই জাতীয় উদ্যোগে শামিল হয়েছে পুত্র আব্রামও। বাবা-ছেলের গানের সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেশের এই বিপর্যয়ের পরিস্থিতিতে শাহারুখ গেয়েছেন সব সহি হপ জায়েগা। এই গানের মাধ্যমে তিনি দেশ থেকে করোনামুক্তির আশা জাগিয়েছেন। গানটি লিখেছেন র্যা পার বাদশা। তিনিই গানটির সুরও করেছেন। মূলত করোনা মোকাবিলায় সর্বক্ষণ রাস্তায় নেমে লড়াই করছেন পুলিস-প্রশাসনের আধিকারিক থেকে কর্মীরা।

চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন। তাই সব শ্রেণীর মানুষকে অনুপ্রেরণা জোগাতেই এই গান গাওয়ার এই আড়াই মিনিটের ভিডিও করেছেন শাহারুখ। ভিডিওতে নিজেকে নিয়ে মজাও করতে দেখা গিয়েছে বলিউডের বাদশাকে। তিনি বলেছেন, লকডাউন এমন অবস্থা করেছে যে তাঁকে গানও গাইতে হচ্ছে। তিনি গায়ক হয়ে উঠেছেন। তবে এই গানে শাহারুখ দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে চেয়েছেন যে, একটু ধৈর্য্য ধরলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ওই গানের ভিডিওতে বাবার সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে পুত্র আব্রামকেও।

Loading

Leave a Reply