রাজ্য

করোনা মোকাবিলায় তৎপর তৃণমূল শিক্ষক সেল।

করোনা লকডাউনে বিদ্যালয় ছুটি। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তাদের দায়িত্ব অন্যভাবে পালন করছেন। পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র পশ্চিমবঙ্গ সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে করোনা মোকাবিলায় লড়াই করছেন। ডুয়ার্সের নক্সালবাড়ি থেকে জঙ্গলমহলের গোয়ালতোড় কিংবা বর্ধমানের কালনা থেকে আলিপুরদুয়ার সর্বত্রই মানুষকে সহযোগিতা করছেন তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা।




তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ও যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অশোক রুদ্র জানান, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তারা প্রায় তিন কোটি টাকা অনুদান করেছেন।



পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতালে রক্তের সংকট দেখা দিলে আপদকালীন চাহিদা মেটাতে উদ্যোগী হয় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। পূর্ব বর্ধমান জেলার কালনাতে ২৮ জন প্রাথমিক শিক্ষক রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ শিক্ষক সমিতির নেতৃত্বের উপস্থিতিতে রক্তদান করেন, বলে জেলা সভাপতি তপন পোড়েল জানান।


Loading

Leave a Reply