শ্যামলেন্দু গোস্বামীঃ- করোনা ঠেকাতে এবের অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। শুরু অ্যান্টিবডি টেস্ট। সোমবার থেকে রাজ্যে শুরু হল র্যাপিড টেস্ট। কলকাতার বেলগাছিয়া অঞ্চলে প্রথম র্যাপিড টেস্ট করা হয়। এসএসকেএম হাসপাতালের ৭ সদস্যের বিশেষ দল বেলগাছিয়া থেকে নমুনা সংগ্রহ করে। পিপিই পড়ে বিশেষজ্ঞরা বিশেষ সুরক্ষার মধ্যে দিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে বেলগাছিয়ার একাধিক আবাসিকের থেকে। মূলত করোনার উপসর্গ যাঁদের মধ্যে কিছুটা হলেও দেখা যাচ্ছে, সেই সমস্ত মানুষদের এই টেস্টের আওতায় আনা হয়।
বেলগাছিয়া দুপুরে পৌঁছয় এসএসকেএমের দলটি। রাপিড টেস্ট অন্য অর্থে অ্যান্টিবডি টেস্ট। করোনা সন্দেহভাজনদের রক্তের নমুনা নেওয়ার পর বিশেষ কিটে দিয়ে স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে পরীক্ষাটি করা হচ্ছে। অ্যান্টিবডি টেস্ট করা চিকিৎসকরা জানান, ‘এই অ্যান্টিবডি পরীক্ষায় করোনা সুনিশ্চিতকরণ করা যায় না। আমরা নমুনা সংগ্রহ করে এসএসকেএম এবং তারপর রিপোর্ট সরাসরি আইসিএমআর অনলাইন পোর্টালে আপলোড করে দেব।’ মঙ্গলবার থেকে শহরের ১০ জায়গায় ১০টি দল একযোগে র্যাপিড টেস্ট করবে বলেও জানানো হয়েছে।