করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীর ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ২০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মোহনবাগান কর্তারা। মোহনবাগানের সরকারি ওয়েবসাইটে মুখ্যামন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার কথা জানিয়ে দেওয়া হয়।
জানা গেছে, করোনা ভাইরাস যেভাবে ধীরে ধীরে বাড়ছে, তাতে অন্য সবার মতো চিন্তিত হয়ে পড়েছে মোহনবাগান ক্লাবও। বিভিন্ন ক্রীড়া সংস্থা নিজেদের মতো করে এই বিপদের সময় অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছেন। মোহনবাগান কর্তারা ঠিক করেন, এই বিপদের সময় অসহায় মানুষদের সেবার জন্য মুখ্যমন্ত্রীর হাত আরও শক্ত করবেন। তাই ২০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত। পাশাপাশি সবুজ-মেরুন কর্তাদের আশা, এরপর অন্যান্য ক্লাবও মুখ্যমন্ত্রীর এমার্জেন্সি রিলিফ ফান্ডে সাহায্য করে করোনা বিরোধী লড়াইয়ে পাশে থাকবেন।