রাজ্য

করোনা মোকাবিলায় ৫০০০কোচ আইসোলেশানের জন্য তৈরি করার নির্দেশ।

করোনা মোকাবিলার জন্য রাজ্য এবং কেন্দ্র উভয়ই নানাবিধ পথ খোলা রাখছে। গতকাল মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি নার্সিংহোম ব্যবহার ব্যবহার করা হবে বলে জানিয়ে দিয়েছেন। একাধিক নার্সিংহোম স্বাস্থ্য দপ্তর আপাতত অধিগ্রহণ করছে। অন্যদিকে সেনা কে কাজে লাগানো শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ভারতবর্ষ জুড়ে হাসপাতালের যা সংখ্যা তাও অপ্রতুল হতে পারে ধরে নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যে রেলকে ৫০০০ কোচ রেডি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে কয়েকটি ট্রেনে আইসোলেশন তৈরির কাজ শুরু করেছিল। কিন্তু এবার একসঙ্গে 5000 কোচ তৈরি রাখার নির্দেশ দেওয়া হলো। জানা গেছে রেলের পাশাপাশি সিআরপিএফ জওয়ানরা কাজে হাত লাগিয়েছে। আপাতত মালগাড়ি ছাড়া রেল পরিষেবা বন্ধ থাকলেও প্রতিনিয়ত রেললাইন পরীক্ষার পাশাপাশি পরিচ্ছন্ন রাখার কাজে জোর দিয়েছে রেল দপ্তর। সরকারের এই তৎপরতা দেখে অনেকে মনে করছেন আক্রান্তের সংখ্যা লাগামছাড়া হতে পারে ভারতবর্ষে।

Loading

Leave a Reply