দেশ

করোনা যুদ্ধে শামিল চিকিৎসক, নার্সদের সম্মান জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি

অটুট ভালোবাসা, যোদ্ধার প্রতি যোদ্ধার সম্মাননা। উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনির পর এবার ডাক্তার এবং নার্সদের সম্মানার্থে পুষ্পবৃষ্টি করা হলো সেনা বাহিনীর তরফ থেকে। জানা গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ডাক্তার এবং নার্সদের সম্মান জ্ঞাপনের জন্য কোয়ারেন্টাইন সেন্টার বা বিভিন্ন হাসপাতালের উপর পুষ্পবৃষ্টি করা হয়েছে হেলিকপ্টার থেকে। নৌ বাহিনী সুসজ্জিত জাহাজ প্রস্তুত করে সম্মান জ্ঞাপন করা হয়। কর্তব্যরত চিকিৎসক, নার্স, সাফাইকর্মী দের সম্মাননার জন্য সেনা বাহিনীর তিনটি দপ্তর একত্রিত হয়ে সম্মান জানান। এমনকি কলকাতার বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টারেও সকাল দশটা বাজতে ২ মিনিটে আকাশে চক্কর কাটতে দেখা যায় হেলিকপ্টারকে। হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি শুরু হয় হঠাৎই। রাত জাগা ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা লাগাতার পরিশ্রম করে যাচ্ছেন মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে সুস্থ করার জন্য।



এই পরিস্থিতিতে মানুষের অসহায় অবস্থা থেকে উদ্ধার করতে পারেন একমাত্র ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। করোনা মুক্ত করার জন্য তাদের দায়িত্ব সর্বাধিক। সে কারণেই এবার এই উদ্যোগ নেওয়া হয়। এযেন গঙ্গা জলে গঙ্গা পুজো। করোনা মুক্ত করার জন্য দেশের যোদ্ধাদের সম্মান জ্ঞাপন করা। হঠাৎই সেনাদের তরফ থেকে সুসজ্জিত হেলিকপ্টার পুষ্পবৃষ্টি করে বিভিন্ন করোনার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র গুলিতে। নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছিলেন দেশের মানুষকে একত্রিত করে শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি, থালা বাজানোর মাধ্যমে ডাক্তারদের সম্মাননার জন্য। এবার হঠাৎ করে শুরু হয় পুষ্প বৃষ্টি। চিকিৎসকরা জানিয়েছেন হঠাৎ স্বাস্থ কেন্দ্রের উপড় হেলিকপ্টার চক্কর কাটতে থাকে প্রথমে একটু বিস্মিত হলেও তারপরে দেখা যায় পুষ্প বৃষ্টি হচ্ছে হেলিকপ্টার থেকে। এ এক অভিনব উদ্যোগ, আমাদের দেশের মানুষের জন্য লড়াই করতে আরো উদ্দীপনা জোগাল ।


Loading

Leave a Reply