দেশ

করোনা রুখতে গুটখা, পানমশলা চিবিয়ে জনসমক্ষে থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার

আপনি কি গুটখা, পানমশলা বা পান চিবান। তাহলে এবার সাবধান থাকতে হবে। কারণ এবার গুটখা, পানমশলা জাতীয় সামগ্রী চিবিয়ে জনসক্ষমে থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাই যেখানে সেখানে থুতু ফেললে আপনি বিপদে পড়তে পারেন। এই মুহূর্তে করোনা থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। দিন দিন বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মিছিল বাড়ছে। ভারতবর্ষেও এর প্রভাব ক্রমশ বাড়ছে। করোনা রুখতে রোজই বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। বিভিন্ন রাজ্যগুলিও করোনা সংক্রমণ রুখতে তৎপর।

চিকিৎসকরা বারবার বলছেন আক্রান্তের লালারস থেকে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। সেই কথা মাথায় রেখে এবার গুটখা, পানমশলা খেয়ে জনসক্ষমে থুতু ফেলায় নিষেধাজ্ঞা জারি করল সরকার। জানা গিয়েছে, গুটখা, পানমশলা বা পান চিবানোর পর মুখে অতিরিক্ত লালারস সৃষ্টি হয়। ফলে সেইসময় থুতু ফেলার প্রবণতা স্বভাবতই বাড়ে। তাই রাস্তাঘাটে, বাড়ির সামনে ওই থুতু ফেললে বিপদ বাড়ছে।

কারণ কোনও করোনা আক্রান্ত রোগী যদিও পান, গুটখা খেয়ে জনসমক্ষে থুতু ফেলেন তাহলে ওই থুতু অন্য কেউ পা দিলে করোনা সংক্রমণের আশঙ্কা অনেকটাই বাড়ে। এমনকী দেশের বিভিন্ন জায়গায় এভাবেও এই মারণ ভাইরাস ছড়িয়েছে বলে বিশেষজ্ঞদের মত। তাই এবার যত্রতত্র থুতু ফেলা নিয়ে কড়া হচ্ছে কেন্দ্রীয় সরকার। থুতু ফেলার উপর নিষেধাজ্ঞার কথা কেন্দ্র থেকে সমস্ত রাজ্যকেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে এরজন্য মানুষকে সচেতন হওয়া সবচেয়ে জরুরি বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তা না হলে এই মহামারির মোকাবিলা করা সম্ভব নয়।

Loading

Leave a Reply