করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তার প্রতিষেধক হিসেবে উদ্ভট নিদান দিল হিন্দু মহাসভা। প্রতিদিন গোমূত্র পান করলে নাকি করোনা ভাইরাসের সংক্রমণ হবে না। এমনই অবাস্তব নিদান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লিতে হিন্দু মহাসভার একটি আলোচনা সভায় কার্যকর্তাদের তরফে করোনা রুখতে গোমূত্র পান করার পরামর্শ দেওয়া হয়।
এমনকী শনিবার দিল্লিতে তাদের ওই সভায় উপস্থিত কার্যকতারা এক গ্লাস করে গোমূত্র পান করেও দেখান। এখন প্রশ্ন উঠছে তাদের এই অদ্ভুত নিদান কতটা যুক্তিযুক্ত। হিন্দু মহাসভার কর্তারা জানান একগ্লাস করে রোজ গোমূত্র পান করলে করোনা কোনওভাবেই শরীরকে ছুঁতে পারবে না। যদিও এ ব্যাপারে চিকিৎসকরা জানাচ্ছেন, চিকিৎসা শাস্ত্রে কোথাও গোমূত্র করোনার প্রতিষেধক হিসেবে উল্লেখ নেই। তাদের মতে, গোমূত্র হল গোরুর রেচনজাত পদার্থ। তাই গোমূত্র পান করার পরামর্শে করোনা হবে না, এরকম পরামর্শের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
মানুষের যেমন দূষিত পদার্থ মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যায় তেমনই গোমূত্র গোরুর রেচনজাত পদার্থ। শরীরের দূষিত ও অপ্রয়োজনীয় জিনিস মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তাই গোমূত্র পান করলে শরীরের ক্ষতিও হতে পারে। প্রসঙ্গত এর আগে কোন ভাইরাসের সংক্রমণ নিয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা উদ্ভট মন্তব্য করেছেন। সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এবার করো না নিয়ে হিন্দু মহাসভার এই অদ্ভুত মন্তব্যে দেশজুড়ে শোরগোল পড়েছে।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে