রাজ্য

করোনা রুখতে স্বেচ্ছাসেবকের ভূমিকায় যুব সমাজকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান মমতার।অনলাইনে ফর্ম ফিলাপ।

রাজ্যে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন ময়দানে নেমে লড়াই করছে মানুষকে ঘরবন্দি করতে যতটা সম্ভব চেষ্টা চালাচ্ছে প্রশাসন। যদিও এবার করোনা মোকাবিলায় রাজ্যের যুবকদের এগিয়ে আসার আহবান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এদিন সংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে এরকম অনেক যুবক আছে যারা সমাজ সেবার কাজে যুক্ত। এমনকি স্বাস্থ্য ক্ষেত্রে তাদের অভিজ্ঞতাও রয়েছে। এই মুহূর্তে ঘটনা মোকাবিলায় প্রচুর স্বেচ্ছাসেবকের প্রয়োজন।

তাই স্বাস্থ্য ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন যুবকরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে রাজ্য সরকারের পাশে দাঁড়ান। তার জন্য ওই যুবকদের আড়াইশো টাকা করে দৈনিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এই কাজে যোগ দেয়ার জন্য অনলাইনে রাজ্যের কাছে আবেদন করা যাবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়িয়ে করোনা ভুগতে রাজ্যের পাশে দাঁড়ান। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি এবং গোয়েন্দা বিভাগ এর তদন্ত করছে।

Loading

Leave a Reply