গতবছর নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে রুবি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বাংলার প্রবীণ অভিনেতা বিখ্যাত সৌমিত্র চট্টোপাধ্যায়। ফের মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বেলভিউ নার্সিংহোমে ভর্তি হলেন সৌমিত্র বাবু। এবারে, শ্বাসকষ্টজনিত কারনে এবং করোনা সংক্রমনের বিভিন্ন রকম উপসর্গ নিয়ে ভর্তি হলেন তিনি। নার্সিং সূত্রে জানা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কভিড রিপোর্ট পজেটিভ। বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট এবং করোনার বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছিল তাঁর। গতকাল রাত্রেই বেলভিউ ভর্তির জন্য সমস্ত রকম বন্দোবস্ত করে ফেলেন সৌমিত্র বাবু কাছের মানুষরা। আর মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে।