দেশ

করোনা সন্দেহে স্ত্রীকে শৌচাগারে আটকে রাখলেন স্বামী

কিছু উপসর্গ দেখে নিজের শরীরে করোনা ভাইরাস ঢুকেছে বলে সন্দেহ প্রকাশ করেন স্ত্রী। নিজের শরীরে এই মরণ ভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে সন্দেহের কথা স্বামীকেও জানান। আর তাতেই ঘটে বিপত্তি। স্ত্রীর মুখে এই সন্দেহের কথা শুনেই সটান তাকে নিয়ে শৌচাগারে চলে যান স্বামী। তারপরেই তাকে শৌচাগারের মধ্যে আটকে দেন স্বামী। পরে অবশ্য পুলিশ খবর পেয়ে শৌচাগার থেকে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।

লিথুয়ানিয়ায় এই ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ইতালি ফেরত এক চীনা মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্ত্রী।  সে কথা শোনার পরই স্বামী সন্দেহ প্রকাশ করেন যে স্ত্রীর শরীরে কোন নামের মানুষ ভাইরাস বাসা বেঁধেছে। স্ত্রী ও স্বামীকে একই কথা জানানোর পর এই কোন কিছু পরীক্ষা-নিরীক্ষা না করেই স্ত্রীকে শৌচাগারে আটক করে দেন স্বামী। স্বামীকে অনেক অনুরোধ করার পরেও তিনি কোনওভাবেই শৌচাগারের দরজা খোলেননি। এরপর বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন স্ত্রী। পুলিশ খবর পেয়ে শৌচাগার থেকে ওই মহিলাকে উদ্ধার করে। তার শারীরিক পরীক্ষাও করা হয়। যদিও ওই মহিলার শরীরে করোনা পজিটিভ ধরা পড়েনি।

Loading

Leave a Reply