এই মুহূর্তে করোনা নিয়ে উত্তাল সারা বিশ্ব। ভারতবর্ষে করোনা এই মুহূর্তে স্টেপ ওয়ানে আছে। সরকার প্রাণপন চেষ্টা চালাচ্ছে যাতে কোনোভাবেই করোনাভাইরাস স্টেপ টুতে যেতে না পারে। এক্ষেত্রে আগামী 15 দিন ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 15 দিন সামলানোর না গেলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে দেশের। এই পরিস্থিতিতে এই প্রথম কলকাতায় কোরনা আক্রান্ত রোগীর দেখা মিললো।
বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ইংল্যান্ড ফেরত এক তরুণ৷ আইডি হাসপাতালে স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে৷ ওই তরুণ যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও কড়া পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা৷ সংক্রামিত তরুণের মা-বাবা ও পরিবারের অন্যদের বেলেঘাটা আইডিতে কোয়েরান্টাইনে রাখা হয়েছে৷ সমস্ত বিষয়টি নিয়ে অত্যন্ত সর্তকতা অবলম্বন করা হচ্ছে। এখন মূল লক্ষ্য যাতে কোনোভাবেই ওই রোগীর দেহ থেকে সংক্রামক অন্য কোথাও ছড়িয়ে না পড়ে।সবথেকে চমকে যাওয়ার মত যা সামনে আসছে তা হলো সাধারণত জ্বর কিংবা জ্বর কাশি কিংবা শ্বাসকষ্ট হলে করোনার উপসর্গ বলে ধরে নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে নাকি কোনো উপসর্গই ছিল না বলে জানা গিয়েছে।
তবে ওই তরুণ ইংল্যান্ডে একটি বার্থডে পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন, সেখানে তার বান্ধবী করোনা আক্রান্ত ছিলেন। এটা জানার পরই ভারতে ফিরে গৃহবন্দী ছিলেন ওই তরুণ।গৃহবন্দী থাকলেও তার শরীরের জ্বর বা অন্য কোন লক্ষ্মন ছিলনা। কিন্তু সোমবার থেকে অল্পবিস্তর উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপরই তাকে বেলেঘাটা আইডি তে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। সোমবার ক্ষতি না হয় মঙ্গলবার ভর্তি হন তিনি। এদিনই তার পরীক্ষা হয় সেই পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। অর্থাৎ লক্ষণ না দেখা গেলেও যে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে সেটা এই ঘটনা থেকে পরিষ্কার।