রাজ্য

কলকাতার করোনা আক্রান্ত তরুণের মায়ের সঙ্গে মিটিং করায় স্বেচ্ছায় সস্ত্রীক হোম কোয়ারেন্টাইনে গেলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ওই আমলার দায়িত্বজ্ঞানহীনের মতো কাজে ফুঁসছে গোটা শহর। এমনকি সরকারি কর্মী থেকে মুখ্যমন্ত্রীও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত স্বরাষ্ট্র দপ্তরের ওই হামলার ছেলে সোমবার লন্ডন থেকে কলকাতায় ফেরেন তার পরেও তার চিকিৎসা না করে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো রীতিমতো ক্ষুব্ধ সকলে। এদিকে স্বরাষ্ট্র দপ্তরের ওই আমলা সোমবারই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। তাই সস্ত্রীক আলাপন বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আলাপন বাবু স্ত্রী সোনালি চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। তাঁরা দুজনেই স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে নবান্ন ও মহাকরণের যেসব কর্মী ওই স্বরাষ্ট্র দপ্তরের আমলার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকেই অফিসে আসতে নিষেধ করা হয়েছে। তবে লন্ডন ফেরত ওই তরুণের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তার মা-বাবা ও দুই গাড়িচালকের শরীরে করোনা নেগেটিভ এসেছে। এদিকে মহাকরণ ও নবান্নে স্যানিটেশন করার পর জানানো হয়েছে এখনই এই দুই জায়গা থেকে সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। যদিও একজন স্বরাষ্ট্র দপ্তরের আমলা কীভাবে অশিক্ষিতের মতো এই কাজ করলেন তা নিয়ে হতবাক সকলে। অনেকেই ওই হামলার কঠোর শাস্তির দাবি তুলেছেন।

Loading

Leave a Reply