রাজ্য

কলকাতার ভবানীপুরে বহুতল আবাসনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ডিজি।

সোমবার সকালে কলকাতার ভবানীপুরে একটি আবাসনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই আবাসনে ১৭ তলায় বিধ্বংসী আগুন লাগে। ক্রমশ আগুন গ্রাস করতে শুরু করে গোটা আবাসন। কিন্তু হঠাৎ করে আগুন লাগার ঘটনায় বহুতলে বেশ কয়েকজন আটকেও রয়েছেন বলে খবর। ভেঙে পড়ছে আবাসনের দরজা-জানলাও। এলাকা থেকে মানুষজনদের ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আবাসনে আটকে থাকা ব্যক্তিদের হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে উদ্ধারের চেষ্টা করছে দমকল। তবে কি কারণে আগুন লাগল তা নিয়ে যথেষ্ট সন্দিহান এলাকার মানুষ সব পুলিশ প্রশাসন। ক্রমশ আগুন বিধ্বংসী থেকে বিধ্বংসীতম আকার ধারন করতে শুরু করেছে।

দমকল ও পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে হঠাৎ করে কি কারণে আগুন লাগল তা নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ। কালো ধোঁয়ায় ভরে গেছে এলাকা। করোনা আতঙ্কের মাঝেই হঠাৎ করেই কলকাতায় এই ধরনের বিধ্বংসী আগুনে রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছেন এলাকার মানুষ। স্বাভাবিকভাবে বহুতল এই আবাসনে আগুন লাগায় কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। তবে শেষ পাওয়া খবরে এই ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল ডিজি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন এলাকার মানুষ। তাই পরিস্থিতি যাতে অতিদ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই দিকেই নজর রেখে আসরে নেমেছেন দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা।

Loading

Leave a Reply